রাজশাহী বিমানবন্দরে আল মামুনের সমর্থকদের সাথে পুলিশের ধাক্কা ধাক্কি.!!
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিমানবন্দরে ঢুকতে না দেওয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রেজাউন্নবী আল মামুনের সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাটির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিনজনকে আটক করেছে পুলিশ।
বিমানবন্দর থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, একটি মাইক্রোযোগে কয়েকজন লোক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিমানবন্দরের প্রধান ফটকের সামনে পুলিশ ওই মাইক্রোবাসটিকে চ্যালেঞ্জ করে। মাইক্রোবাসের যাত্রীরা বিমানের যাত্রী কিনা পুলিশ জানতে চাই। কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর ঘটনাস্থল থেকে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আল মামুনের ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, উমরা হজ শেষে আল মামুন বৃহস্পতিবার বিকালে ঢাকা বিমানবন্দর থেকে বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছেন। এসময় তাকে রিসিভ করতে যান তার কয়েকজন কর্মী-সমর্থক। তারা বিমাবন্দরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.