রাজশাহী বিভাগ জুড়ে ইতোমধ্যেই করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ছাড়াল!

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগের ছয়টি জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এই’দিন রাজশাহীতে ০১ জন ও বগুড়ায় ০২ জন কোভিড–১৯ রোগী মারা গেছেন। তবে এক দিনে সুস্থ হয়েছেন ২৯১ জন করোনা রোগী।
আজ শুক্রবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্যটি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।
পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ১৭৯ জনসহ বিভাগে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২০৭ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯০৭ জন করোনা রোগী।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৮৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ০১ জন, জয়পুরহাটে ০৫ জন, বগুড়ায় ৭২ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ০১ জন। রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৫৮৭ জন। এ ছাড়া রাজশাহীতে ৩ হাজার ৯১০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬৯ জন, নওগাঁয় ১ হাজার ২৬ জন, নাটোরে ৬৬৭ জন, জয়পুরহাটে ৮৩৫ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৬৮৬ জন ও পাবনায় ৮৯৭ জনের করোনার সংক্রমণ ধরা হয়েছে।
গোপেন্দ্র নাথ আচার্য্য আরও বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২০৭ জন। এর মধ্যে বগুড়ায় ১২৪ জন, রাজশাহীতে ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে ০২ জন, জয়পুরহাটে ০৪ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ০৯ জনের মৃত্যু হয়েছে করোনা রোগে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯০৭ জন ব্যক্তি। এর মধ্যে বগুড়ায় ৪ হাজার ৪৩৮ জন, রাজশাহীতে ২ হাজার ১৬৬জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭২ জন, নওগাঁয় ৯১৭ জন, নাটোরে ২৯২ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ৮১২ জন ও পাবনায় ৬৯৬ জন। তারা সবাই ইতোমধ্যে করোনাকে জয় করে স্ব স্ব স্থানে ফিরে গেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.