রাজশাহী বিভাগে টানা নয়দিন করোনায় মৃত্যু নেই

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিভাগে টানা নয়দিন করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি। সর্বশেষ গত ১ ফেব্রয়ারী বিভাগের বগুড়ায় দুইজনের মৃত্যু হয়েছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিভাগে নতুন ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৫ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪২৭ জন। এদের মধ্যে ২৩ হাজার ৭৭৭ জন সুস্থ হয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে ২ হাজার ৯৭২ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.