রাজশাহী নগরীর ৯ নম্বর ওয়ার্ডে তীব্র পানির সঙ্কট,চরম দুর্ভোগে এলাকার মানুষ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডে তীব্র পানির সঙ্কট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নাইম হোসেন, আবির হোসেনসহ আরো অনেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা সিটি মেয়রের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৯ নম্বর ওয়ার্ডের দরগাপাড়া, পাঠানপাড়া, হোসেনীগঞ্জ, শেখপাড়াসহ কিছু এলাকায় চলছে পানির তীব্র সংকট। ওয়াসা কর্তৃক এই এলাকার পানির সরবরাহ অবস্থা খারাপ হওয়ার কারণে পানির সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ তাদের। এ কারণে লোকজনদের জীবনযাত্রা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে জানায় তারা। স্থানীয় নাইম হোসেন, আবির হোসেনসহ আরো অনেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে তারা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে এই সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি  মো: লিয়াকত হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.