রাজশাহী নগরীতে নাশকতা মামলার আসামি মামুন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মামুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। 
মঙ্গলবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এসআই নূর ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মামুন ওই এলাকার জালালের ছেলে।
রাজপাড়া থানায় ডিউটি অফিসার এসআই টুম্পা জানান, নাশকতা মামলায় দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলো মামুন। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধরায় মামলার রয়েছে। সেই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সে।
তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন থানায় মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এসআই টুম্পা।
স্থানীয় সুত্রে জানা যায়, মামুন একজন চিহ্নিত শিবির ক্যাডার ও সুদ কারবারি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.