রাজশাহী নগরীতে কৃষক সমিতির সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক : অপরিকল্পিত পুকুর খনন বন্ধের দাবিতে রাজশাহী মহানগীতে সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতির জেলা শাখা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী কোর্ট সংলগ্ন শহীদ মিনারে তারা এই সমাবেশ করেন। সমাবেশ থেকে যত্রতত্র ইটভাটা ও পুকুর খনন বন্ধ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু। কৃষক সমিতির জেলা শাখার সভাপতি কয়েস উদ্দিন সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও বক্তব্য দেন, সংগঠনটির সদস্য ফরজ আলী, ওমর ফারুক প্রমুখ। জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় সমাবেশ পরিচালনা করেন। সমাবেশ শেষে বক্তারা বলেন, জেলাজুড়ে অপরিকল্পিতভাবে পুকুর খনন চলছে। স্থাপন হচ্ছে ইটভাটা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তাই তারা এসব বন্ধে প্রশাসনের কাছে দাবি জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.