রাজশাহী থিয়েটারের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি মানুষের মূল্যবোধ বিকশিত করে।সারা দেশের ন্যায় রাজশাহীতেও সংস্কৃতি চর্চা আগের তুলনায় খুবই কম দেখা যায়।ঐতিহ্যবাহী রাজশাহী থিয়েটার ৩৪বছরে পদার্পণ উপলক্ষে ‘শাখ বাজে ঝাঁঝর ঢাক, জনে জনে মিলবো ‘স্লোগানে  রাজশাহী থিয়েটার প্রতিষ্ঠার ৩৪ বছর উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে বঙ্গবন্ধু চত্বর আলুপট্টি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টিতে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও থিয়েটারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এরপর বঙ্গবন্ধু চত্বরে সঙ্গীত, নাটক ও নৃত্য পরিবেশন করেন থিয়েটারের সদস্য এবং শিশু সংগঠন ‘ ভোর হলো’র সদস্যরা। এছাড়া রাজশাহী থিয়েটারের সদস্যরা গম্ভীরা পরিবেশন করেন।

এরপর বঙ্গবন্ধু চত্বরে পাঁচ কেজি ওজনের ভাপা পিঠা কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.