রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক-৩৩ জন ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী জেলা পুলিশ: গত ২৪ ঘন্টায় (০৮-১২-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০৬ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৫ জন, ও বাঘা থানা ০৪ জনকে আটক করে।
যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী থানা পুলিশ ১নং মোঃ আলীমুদ্দিন(৪০) কে ৩০ বোতল ফেন্সিডিল ও ২নং মোঃ আকবর আলী(৩২) কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
তানোর থানা পুলিশ ১নং মিকাইল ওরফে কাইল হাজদা (৩৬) কে ৭৫ লিটার চোলাইমদ ও ২নং মোঃ রনি (২৯) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ ১নং মোঃ রহিদুল ইসলাম প্রামানিক (৪২) কে ৩০ গ্রাম গাঁজা এবং ২৬ গ্রাম হেরোইনসহ, ২নং মোঃ সুমন (২৪) কে ২৫ পিচ ইয়াবা ও ৩নং মোঃ ইনতাজ আলী সরদার (৪০) কে ৩০ লিটার চোলাইমদসহ আটক করে।
দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ সাইদুল ইসলাম (২৬) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ দুলাল হোসেন (৬০), ২নং আলমগীর হোসেন (৪৮) ও ৩নং মোঃ রেজাউল করিম (৩৮) গণকে ০৬ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.