রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক-২৪ জন ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী জেলা পুলিশ: গত ২৪ ঘন্টায় (০৯-০৯-২০২১ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৫ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।
যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা পুলিশ ১নং মোঃ ইব্রাহিম মন্ডল(২৫) কে ০৯পিচ ইয়াবা, ২নং মোঃ আরব আলী(৫৩) কে ১২গ্রাম গাঁজা এবং ৩নং শ্রী কৃষ্ণ(৪৮) কে ০৫লিটার চোলাইমদসহ আটক করে।
মোহনপুর থানা পুলিশ ১নং জোসনা রায়(৩৪) কে ৫০লিটার দেশীয় মদ তৈরির উপাদান, ২নং শ্রীমতি আরতি পাহাড়ি (৪১) ও ৩নং শ্রীমতি মমতা পাহাড়ি (২০) কে ২০লিটার দেশীয় মদ তৈরির উপাদান এবং ৪নং জয়মনি(৩৯) কে ১২লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে।
দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ মামুনুর রশিদ(৩০) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ ডাবলু (৩২) কে ০৩গ্রাম হেরোইন এবং ২নং মোঃ বিষু শেখ(৩০) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ ইয়ামীন আলী(৫৫) কে ২০লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ আবুল কালাম মাঝি (৬০) কে ২২০গ্রাম গাঁজা এবং ২নং মোঃ শফিকুল ইসলাম(৩৯) কে ১২লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.