রাজশাহীর দুর্গাপুরে নারী পুরুষ’সহ হত্যা মামলার ০৭ আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলার দুর্গাপুরে পানবরজ নিয়ে সংর্ঘষের ঘটনায় নারী পুরুষ’সহ হত্যা মামলার মোট ০৭ (সাত) জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত-রাতে গাজীপুর সদর কোনাবাড়ী থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ঘটনারপর থেকে তাঁরা সেখানে আত্মগোপন ছিলো বলে জানায় পুলিশ।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো যথাক্রমে, দুর্গাপুর উপজেলার পারিলা দক্ষিণ পাড়া গ্রামের আবুল খায়ের (৪৫), বাবু (৩২), ইরানি বেগম (৩৫), সেফালী বেগম (৪৫), পায়রা বেগম, (৩৫), সবুজ (২৬), খালেক (৫৫)। আজ মঙ্গলবার (১১ই মে) ২০২১ ইং দুপুরে তাদেকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ইরানি ও পায়রা বেগমের কোলে দু’জন শিশু সন্তানও রয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বিটিসি নিউজকে বলেন, চলতি বছরের গত ৬ মার্চ উপজেলার পারিলা গ্রামে পানবরজ নিয়ে দুই’পক্ষের সংঘর্ষে এক’জন নিহত হয়। নিহতের নাম মাহাবুর রহমান (৩৮)। পরে ওই ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুন বেগম থানায় ০৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে আসামিরা পলাতক ছিল।
প্রযুক্তির সাহায্য আসামীদের অবস্থান শনাক্তের পর গতকাল সোমবার দিবাগত-রাতে থানার এসআই জিলালুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গাজীপুর সদর কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় হত্যা মামলার ০৭ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম। ওসি আরও বলেন, মামলায় অভিযুক্ত অপর একজন আসামী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে আসামীদের পুলিশ হেফাজতে  জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.