রাজশাহীর তানোরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে বোরো চাষ || বাম্পার ফলনের আশা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১০৯৫ হেক্টর বেশি জমিকে বোরো ধানের আবাদ হয়েছে। উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ চলতি বোরো ধানের খেত এখন গাঢ় সবুজে পরিণত হয়েছে। দিগন্ত জুড়ে নজর কাড়ছে বোরো ধানের খেত।

কৃষকরা ইতোমধ্যে ক্ষেত পরিচর্যা শেষ করে দ্বিতীয় ও তৃতীয় দফায় সার-কীটনাশক প্রয়োগ করছেন।

তানোর কৃষি অফিস সূত্রে জানিয়েছে, এবার তানোর উপজেলায় বোরো ধানের লক্ষমাত্রা ধরা হয়েছিলো ১২ হাজার ৫৫ হেক্টর। বর্তমানে অর্জিত হয়েছে ১৩ হাজার ১৫০ হেক্টর। এতে চলতি বোরো মৌসুমে ৭৮ হাজার ৯০০ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে তারা আশা করছে কৃষি অফিস।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আবহাওয়ার অনুকূল থাকলে এবারে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কৃষকদের অধিক ফলন উৎপাদন লক্ষ্যে বোরো খেতে পার্চিং স্থাপন করাসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। গত দু’বছর ধানের দাম ভালো না পাওয়ায় কৃষক বোরো ধান চাষে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবছর তা পুষিয়ে নেয়ার আশা করছেন তারা।

তানোর পৌর সদরের বোরো ধান চাষিরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আবহাওয়া অনুকূল বা কোন প্রাকৃকিত দুর্যোগ না ঘটলে গত বছরের তুলনায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

চিমনা ধানতৈড় তালন্দ মোহর গ্রামের একাধিক চাষি জানান, বাজারে বর্তমানে মোটা ধানের দাম এক হাজার ৫০ টাকা। এতে চাষিরা ধানচাষে অধিক মাত্রায় ঝুঁকেছে। বর্তমানে ধানের অবস্থা ভালো। বাজারে সারের অভাব নেই। ভয় শুধু শিলা বৃষ্টি ও ঝড়ের।
মোহনপুর গ্রামের কৃষকরা জানান, তিনি এবার ২০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। ধানের অবস্থা ভালো। পোকা মাকড়ের আক্রমণ এখন পর্যন্ত নেই।

উপ সহকারি কৃষি কর্মকর্তা শমসের আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আগে ধানের দাম কম থাকায় চাষিরা ধান চাষ কমিয়ে দিয়ে অন্য ফসল চাষে ঝুঁকেছিলো। চলতি আমন মৌসুমের শেষের দিকে ধানের দাম ভাল হওয়ায় চাষি ধান চাষ বাড়িয়ে দিয়েছে। এ ছাড়াও এবার বৈরী আবহাওয়ার কারণে মসুরসহ কয়েকটি রবিশস্য চাষও ভাল হয়েছে। আবার সেসব জমিতে চাষিরা বোরো চাষ করেছে।

তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ধানের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে চাষির লাভ হচ্ছে। যে কারণে ধান চাষ বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন আশা করা যাচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.