আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়লেন প্রধানমন্ত্রী 

ছবি: সংগৃহীত
কলকাতা প্রতিনিধি: প্রত্যাশিত ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক ডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন ৷ ৩মে পর্যন্ত থাকছে লক ডাউন ৷ তিনি আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতির উদ্দ্যেশ্যে প্রশংশা করে বলেছেন মানুষের সচেতনতা এবং লক ডাউনকে মান্যতা দেওয়ার ফলেও এই লক ডাউন সফল করা সম্ভব হয়েছে ৷ ২০এপ্রিল পর্যন্ত লক ডাউনের বিধি নিষেধ মনে চললে সংশ্লিষ্ট এলাকায় কিছু ছাড় দেওয়া হবে৷’
সাতটি পদক্ষেপ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তরুণ বিজ্ঞানীদের বলেন, যদিও আমাদের সামর্থ্য এবং পরিকাঠামো পর্যাপ্ত নয় তবুও তারা যেন এগিয়ে আসেন করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরীর চেষ্টা করতে ৷ স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা হচ্ছে বলে জানান ৷  বেড, হাসপাতাল বাড়ানো হয়েছে ৷ ৬০০-র বেশী হাসপাতাল করোনা মোকাবিলায় কাজ করছে বলেও জানান ৷
আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব বলেন প্রধানমন্ত্রী ৷ হটস্পটগুলিকে চিহ্নিত এলাকায় আরও বেশী সতর্ক হয়ে কাজ করা হবে বলে জানান ৷ স্থানীয় স্তরে একজনও যাত সংক্রমিত না হন তার দিতে নজর দেওয়া হবে বলেন ৷ আর একটাও হটস্পট তৈরী হওয়া দেশের জন্য বিপজ্জনক হতে পারে বলে সাবধান করেন এবং বলেন আগামী এক সপ্তাহ যুদ্ধ আরও কঠিন হবে ৷ তাই নিয়মবিধি আরও কঠোর হবে ৷ সর্তসাপেক্ষ ছাড়ের সম্ভাবনাও জানিয়েছেন ৷
আগামী বুধবার লকডাউনের নয়া গাইডলাইন প্রকাশ করবে দেশ বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.