রাজশাহীর তানোরে ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল ১০৫টি ঘর 

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে মুজিব বর্ষের উপহার হিসেবে ১০৫জন গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দরফ থেকে ঘর উপহার। আজ রবিবার (২০ জুন) ২০২১ ইং সকাল ১০ টার দিকে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাড়ি হস্তান্তর উপলক্ষ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপকার ভোগী গৃহহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। তানোর উপজেলা নির্বাহী অফিসার  পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, রাজশাহী জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর পৌর মেয়র ইমরুল হক, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্ল্াহ আল মামুন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, তানোর সাব রেজিষ্টার রওশন আরা, তালান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাধাইড়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,  সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মী’সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
গৃহহীন পরিবারের সদস্য আমিনুর বলেন, আমি খুব খুশি বঙ্গ বন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের মত গরীবের জন্য বিনা মূল্যে জায়গাসহ ঘর দিয়েছেন। আমরা সবাই প্রধান মন্ত্রীর  জন্য দোয়া করি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.