রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ৩টি ওয়ান শুটারগানসহ মোঃ আসাদুল হক (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব -৫। রবিবার বিকাল সাড়ে ৫টায় মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। সেই সাথে জব্দ করা হয় অস্ত্রবহন কাজে ব্যবহৃত একটি অটো ভ্যান।
গ্রেফতার অস্ত্র ব্যাবাসীয় মোঃ আসাদুল হক, রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
রবিবার রাত ৮টায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, রবিবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, জনৈক এক ব্যক্তি অবৈধ অস্ত্রনিয়ে ব্যাটারি চালিত চার্জার ভ্যানসহযোগে বানেশ্বর বাজার হতে ইউসূফপুর এলাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা গ্রামের পাঁকা রাস্তার উপর র‌্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে বর্নিত ব্যাটারিচালিত চার্জার ভ্যানটি চেকপোষ্টের সামনে আসলে তাকে সংকেত দেয় র‌্যাব। ওই সময় ভ্যানের চালক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই হাতে নাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কোমরে কসটেপ দ্বারা পেচিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩টি ওয়ান শুটারগান অস্ত্র আছে। এ সময় অস্ত্র উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে বেলপুকুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানা র‌্যাব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.