রাজশাহীতে ১০২.৭২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আটক

 

প্রেস বিজ্ঞপ্তি: গতকাল সোমবার (৩১ অক্টোবর) ২০২২ তারিখ আনুমানিক ২১.৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন(১ বিজিবি) এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে রাজাবাড়ী চেকপোস্ট হতে ০৯ জনের একটি বিশেষ টহল দল সীমান্ত শুন্য রেখা হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন নিমতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০২.৭২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আটক করতে সক্ষম হয়।
আটককৃত মূর্তির আনুমানিক সিজার মূল্য ১,০২,৭২,০০০/-(এক কোটি দুই লক্ষ বাহাত্তর হাজার) টাকা।
টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করা সম্ভব হয়নি।
সংবাদ প্রেরক রাজশাহী ব্যাটালিয়ন ( বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.