রাজশাহীতে সন্ত্রাসী মইদুলের মেয়ের হাতুড়ি আঘাতে আহত বর্ষা ভালো নেই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হামলার শিকার দশম শ্রেনীর ছাত্রী বর্ষা (১৫) ভালো নেই। তার মাথায় ও শরীরে একাধিক হাতুড়ির আঘাতের কারনে বর্ষা মাথায় প্রচন্ড যন্ত্রনায় রাতে ঘুমাতে পারছেনা। কাতরাচ্ছে রাতভর।
এরই মধ্যে সে চোখে ঝাপসা দেখতে শুরু করেছে। বর্ষা নগরীর বোয়ালিয়া থানার খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী। আগামী ২৫ নভেম্বর থেকে তার নির্বাচনী পরিক্ষা শুরু হবে।
স্কুল ছাত্রী বর্ষার মা মোসা জরিনা বেগম জানায়, বর্ষা মাথার যন্ত্রনায় সারারাত ঘুমাতে পারেনা। তার চিৎকারে বাড়ির লোকজনও ঘুমাতে পারেনা। এরই মধ্যে আসামী মইদুল ও তার পরিবারের লোকজন মামলা তুলে নিতে হুমকি অব্যাহত রেখেছে।
বলছে, মামলা না তুল্লে বিভিন্ন কৌশলে ফাঁসাবো বাদিকে ফাঁসাবে এবং আবারও মারধর করবে বলেও হুমকি দিচ্ছে মইদুল তার স্ত্রী নাজমা ও তার মেয়ে মনিকা।
এ নিয়ে নিরাপত্তা হিনতায় ভুগছে বাদি ও তার পরিবার। এ নিয়ে তারা প্রশাসনের কর্তা ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যপারে জানতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মনকে অবগত করা হলে তিনি জানান, ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.