রাজশাহীতে সংবিধান সংরক্ষণ দিবস ও জেলা জাপার আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহীতে সংবিধান সংরক্ষণ দিবস ও জাতীয় পার্টির (জাপা) জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর কাজীহাটাস্থ ‘কুকিজার কমিউনিটি সেন্টারে’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাপার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট অশোক কুমার রাজ।
প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা জাপার আহবায়ক রাহাত হোসেন। জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদ রওশন ঈশান ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সালাহউদ্দিন মিন্টু।
বক্তব্য দেন বাগমারার নাসির উদ্দিন, পুঠিয়ার মাসুদউজ্জামান, চারঘাটের সাইফুল ইসলাম ও আব্দুল হান্নান, মোহনপুরের আনোয়ার করিম, গোদাগাড়ীর মিনারুল ইসলাম, তানোরের আব্দুস সালাম মাস্টার ও শামসুদ্দিন মন্ডল, মোহনপুরের কামরুজ্জামান, বাঘার ওয়াহাবুল আলম ও আতাহার আলী, পবার ফরমান আলী, কাটাখালি পৌরসভার আবেদুন নাহার, জেলা কমিটির সদস্য মাইনুল ইসলাম ও রকিবুল ইসলাম রকিব প্রমুখ।
এতে রাজশাহী জেলার ৯টি উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গত ৭ নভেম্বর অনুমোদিত রাজশাহী জেলার ৮৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি পর্বে উক্ত কমিটি অনুমোদনের জন্য জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পরে নবগঠিত আহবায়ক কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর কাজীহাটা ও লক্ষীপুর এলাকা প্রদক্ষিণ করে। #
বার্তা প্রেরক: মো: ইকবাল হোসেন, সদস্য সচিব, জাতীয় পার্টি, রাজশাহী জেলা শাখা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.