রাজশাহীতে লেপের কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর গণকপাড়ার রাজমহল আবাসিক হোটেলের পাশে একটি বাড়িতে লেপের কারখানায় আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে দমকল কর্মীরা গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার লতিফুল বারি বিটিসি নিউজকে বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আধা ঘণ্টার মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, ঘটনাটি ঘটেছে একটি লেপ তৈরির কারখানায়। সেখানে তুলা ও নারকেলের ছোবা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল কিংবা সিগারেটের আগুণ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু আসবাবপত্র, তুলা ও নারিকেলের ছোবা পুড়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো: মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.