রাজশাহীতে রেঞ্জের সার্কেল অফিসারগণের দায়িত্ব ও কর্তব্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের সার্কেল অফিসারগণের দায়িত্ব ও কর্তব্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ নভেম্বর) ২০২০ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় রেঞ্জ কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সার্কেল অ্যাডিশনাল এসপি ও এএসপিগণের দায়িত্ব-কর্তব্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত অভিভাবক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয় রেঞ্জের সার্কেল অ্যাডিশনাল এসপি ও এএসপিগণকে স্ব স্ব অবস্থান থেকে তাদের উপরে অর্পিত দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করেন।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.