রাজশাহীতে রাস্তার গাছ কাটলেন পবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পবায় রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। এ অভিযোগ করেন স্থানীয় জনগণ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছেন বলে জানান তারা।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা-রাজশাহী কোর্ট সড়কের সাহাপুর মৌজায় মোল্লাডাইং নামক স্থানে রাস্তার ওপরের একটি বড় কড়াই গাছ কাটা হয়।
যার বর্তমান মূল্য প্রায় ৫০-৬০ হাজার টাকা। এ নিয়ে জনগণের মাঝে অসন্তোষ বিরাজ করছে। সরকারি গাছটি একতা মহিলা সমবায় সমিতির সভানেত্রী ও পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম কেটেছেন বলে তারা দাবি করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ‘তার একতা মহিলা সমবায় সমিতি লিমিটেডের জমির ওপর পড়েছে গাছটি। বর্তমানে সমিতির ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করা জরুরি। পাশেই রাস্তার ওপরে কড়াই গাছটি ছিল। রাস্তার পাশেই থাকা গাছটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করি। তিনি গাছটি কর্তনের অনুমতি দিয়েছেন।
তিনি আরও বলেন, গাছটি কর্তনের জন্য বনবিভাগের কাছেও অনুমতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.