রাজশাহীতে ‘বিএসটিআই’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর আলোচনা সভা অনুষ্ঠিত। রোববার বেলা ১১ টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় বিএসটিআই এর পরিচালক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী (এডিএম) জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট শ্রীমুক্ত বাবু সুব্রত পাল।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান অধ্যাপক ড. আরিফুল ইসলাম নাহিদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাদরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিএসটিআই এর উপ-পরিচালক (মেট্রোলজী) খাইরুল ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.