রাজশাহীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

 

নিজস্ব প্রতিবেদকরাজশাহীতে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন করছেন হিন্দুধর্মীয়-বলম্বীরা। এই বিসর্জনের মাধ্যমে আজ শুক্রবার শেষ হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজা উৎসব।

রাজশাহী মহানগরীর বড়কুঠি মুন্নুজান প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে বিকাল থেকে প্রতিমা বিসর্জন দিতে দেখা যায়। শুদ্ধ পঞ্জিকামাতে, এ বছর দুর্গাদেবী এসেছিলেন নৌকায় করে। আর যাচ্ছেন ঘোটকে (ঘোড়া) চড়ে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার সরকার বিটিসি নিউজ প্রতিবেদককে জানান, রাজশাহীতে বিকেল বেলা থেকেই প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।

পূর্ব নির্দেশনা অনুযায়ী রাতের মধ্যেই বিসর্জন শেষ করার কথা রয়েছে। এজন্য মহানগরের মুন্নুজান, পঞ্চবটি, আলুপট্টি, ফুদকিপাড়া ও বড়কুঠি ঘাটে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এদিকে, নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শেষ করতে বর্তমানে কুমাড়পাড়া, আলুপট্টি, সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও র্যাব।

মহানগরীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে ট্রাক ও পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে এসে পদ্মা নদীতে বিসর্জন করা হচ্ছে হন্দুধর্মীয় মা দুর্গাদেবী কে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.