রাজশাহীতে পৌরসভা নির্বাচনে পুঠিয়ায় রবি ও কাটাখালীতে আব্বাসই পেলেন নৌকা প্রতীক! 

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রবিউল ইসলাম রবি। আবার পবা উপজেলার কাটাখালী পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আব্বাস আলী। তারা দুজনেই পৌরসভা দুটির বর্তমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল শনিবার (২৮শে নভেম্বর) ২০২০ ইং বিকালে গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেয়া হয়। এ সভায় মোট ২৫টি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পুঠিয়া পৌরসভায় দলীয় মনোনয়ন পাওয়া রবি বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি। আর কাটাখালী পৌরসভার আব্বাস আলী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দলিয় দায়ীত্ব পালন করছেন।
আগামী ২৮ ডিসেম্বর ২০২০ ইং প্রথম ধাপে রাজশাহী জেলার এ দুটি’সহ দেশের ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ০১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ০৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। তবে সবকটি পৌরসভায় এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.