রাজশাহীতে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

বিটিসি নিউজ ডট কম ডট বিডি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক রোহিঙ্গা তরুণী ও পাসপোর্ট অফিসের তিন দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাদের আটক করা হয়।
নগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানায়, বোরখা পরা এই রোহিঙ্গা তরুণী আরাকান ভাষায় কথা বলছেন। কিন্তু তার নাম জানতে চাইলে কী বলছেন তা বোঝা যাচ্ছে না। তার সঙ্গে আটক তিন দালাল হচ্ছেন- শাহীন ইসলাম খান ওরফে ফয়সাল (৩৫), মাসুম আলী (২৭) ও সুলতানা বেগম (২৫)। তাদের বাড়ি নগরীর সপুরা এলাকায়।
পুলিশ আরো জানায়, রোহিঙ্গা তরুণীর সঙ্গে কথা বলতে গিয়ে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, এই তরুণীর সঙ্গে চট্টগ্রামের অন্য কোনো দল ছিল। এছাড়া আটক তিন দালালের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আর আটক তরুণীকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.