রাজশাহীতে পদবি পরিবর্তনের দাবিতে বাকাসস-এর কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) তাদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। গতকাল থেকে তারা এই আন্দোলন করছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল অনুমান ১০.৩০ ঘটিকায়  রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টা কর্মবিরতি ও সমাবেশ করেন বাকাসস নেতারা। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দফতর তা বাস্তবায়ন না করে কালক্ষেপণ করছে।

সমাবেশে জানানো হয়, গতকাল সোমবার (২০ জানুয়ারী) থেকে শুরু হওয়া এই কর্মবিরতি সারাদেশে ধারাবাহিকভাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পালিত হবে। সমাবেশে সভাপত্বি করেন সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি আবদুল মান্নান মিজি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.