উত্তরবঙ্গ উৎসবে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন এনপিআর ফর্ম নিয়ে কেন্দ্র ভুল বোঝাচ্ছেন


কলকাতা প্রতিনিধি: আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) উত্তরবঙ্গ উৎসবে শিলিগুড়িতে উদ্বোধন করার সময় , ” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘পরীক্ষার মার্কশিটে প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট ঘরে কোনওটিতে যদি নম্বর লেখা না থাকে তাহলে কি সেই পরীক্ষার্থীকে পাশ বলে ধরা হবে, নাকি বলে দেবে ওই ঘরটি পূরণ হয়নি বলে ফল অসম্পূর্ণ?’’ ’’ এই অনুষ্ঠানেই এনপিআর নিয়ে কেন্দ্রীয় সরকারের এই ‘চালাকি’র উল্লেখ করে তিনি বলেন, ‘‘এনপিআর-এর ফর্মে বলা রয়েছে বাবা মায়ের জন্মের শংসাপত্র, দিনক্ষণ দিতে হবে। আবার বলা হচ্ছে, ওই তথ্যগুলি না কি বাধ্যতামূলক নয়।’’
মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘ কেন্দ্রের কথায় যে যা বোঝার বুঝুক। আমি বুঝব না। আমি কেবল বুঝি, যে নথিপত্রে যা থাকবে, তাই ধরে নেওয়া হবে। লিখিতভাবে যদি ওই কলম বা শর্ত সেখানে থেকে থাকে, তা যতক্ষণ না তোলা হচ্ছে, ততক্ষণ তা আইনত গ্রাহ্য বলেই ধরা হবে। এটা বোঝার মত বুদ্ধি সকলেরই রয়েছে। দেশে যা চলছে তা ঠিক নয়।”
এই মন্ঞ্চ থেকেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ব্যঙ্গ্যার্থক ভাবে মুখ্যমন্ত্রী শ্রীমতী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি শুধু ভোটের সময় আসি না। আমি সারা বছর আপনাদের পাহারাদার।’’
এনপিআর নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির বৈঠকে পশ্চিমবঙ্গের না যাওয়ার সিদ্ধান্ত আরও একবার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেক রাজ্যই অনেক কথা বলল। আবার বৈঠকেও চলে গেল। আমি একা গেলাম না। তবু তো একজন প্রতিবাদ করেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মানুষের বিরুদ্ধে কোনও কাজ আমি করতে দেব না।’’
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন এক কোটি  অবাঞ্ছিত লোক কোনও রাজ্যে থাকলে তা বিরাট সমস্যা , তাই অসমের পর অন্য কোনও রাজ্যে যদি এনআরসি ’র প্রয়োজন থাকে তবে তা পশ্চিমবঙ্গ ” ৷ দিলীপবাবু মুখ্যমন্ত্রীর প্রতি কটাক্ষ করে বলেছেন ‘‘উনি আগেও এই চেষ্টা করেছিলেন। লাভ হয়নি।’’
আগামীকাল বুধবার (২২ জানুয়ারী) ও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে পাহাড়ে পদযাত্রা কর্মসূচি রয়েছে মমতার। সেই সঙ্গে আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) নেতাজির জন্মদিন উপলক্ষ্যে সরকারী কর্মসূচিতে অংশ করবেন মুখ্যমন্ত্রী ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.