রাজশাহীতে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর আরেক সদস্যকে আটক করেছে র‌্যাব। তার নাম আফান আলী (২৭)। গতকাল মঙ্গলবার ভোর রাতে নগরীর কাটাখালী থানাধীন কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আফান আলী নগরীর বেলপুকুর থানার মাহেন্দ্রা সরকারপাড়া এলাকার সোলায়মান আলীর ছেলে। র‌্যাব জানায়, এ ব্যাপারে আফান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এরআগে গত রোববার রাতে ও সোমবার ভোরে নগরীর বেলপুকুর থানাধীন বানেশ্বর বাজার ও জামিরা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আনসার-আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহম্মেদ (২৪) এবং জামিরা গ্রামের আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও জামিরা গ্রামের আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.