রাজশাহীতে চেক জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: গতকাল শনিবার গভীর রাতে রাজশাহীর চারঘাটে চেক জালিয়াতি দু’টি মামলায় নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হককে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, চারঘাট উপজেলার বাসুপাড়া গ্রামের অমর কুমার ও রামচন্দ্রপুর গ্রামের লিলি খাতুনকে চাকরির দেওয়ার কথা বলে ২২ লাখ টাকা হাতিয়ে তাদের ভুয়া নিয়োগপত্র দেন প্রধান শিক্ষক ইমদাদুল হক।

এরপর দুজনেরই নিয়োগপত্র ভুয়া প্রমাণ হলে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত চান ওই দুজন শিক্ষক। পরে অমর কুমারকে ১০ লাখ ও লিলি খাতুনকে ১২ লাখ টাকার চেক প্রদান করেন প্রধান শিক্ষক। চেক দু’টি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হলে তারা আদালতে মামলা করেন। গত বছরের ৩১ ডিসেম্বর অমর কুমারের মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং লিলি খাতুনের মামলায় ১৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ওসি আরো জানান, আদালতের দণ্ডপ্রাপ্ত ইমদাদুল হককে গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.