রাজশাহীতে কোভিড-১৯ টিকা প্রচারের পরামর্শ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকা প্রচারের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সিটি হল (এ্যানেক্স হল) সভাকক্ষে আয়োজিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে সকলকে করোনার টিকা গ্রহণ করতে হবে। করোনা সংকট মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত বিশ^বাসীর কাছে প্রশংসিত হয়েছে। করোনাকালে বিনামূল্যে টিকা প্রদান, নগদ অর্থ সহায়তা, খাদ্যসহায়তাসহ নানা উদ্যোগ গ্রহণ করে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার।
একইভাবে করোনা মোকাবেলায় রাজশাহীতে মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা, অর্থ সহায়তা, অক্সিজেন সেবা, ওষুধ প্রদান, মৃত ব্যক্তির দাফন ও সৎকারের ব্যবস্থা করার যে মহতি উদ্যোগ গ্রহণ করেন তা সারাদেশে প্রশংসিত ও অনুকরণীয় হয়েছেন। সংকট মোকাবেলায় হেল্পলাইন/হটলাইন নম্বরে যোগাযোগের মাধ্যমে কোভিড নিয়ন্ত্রণে সকল প্রকার সেবা কার্যক্রম অব্যাহত রাখেন তিনি।
সভায় বক্তারা জানান, বাংলাদেশ সরকার, স্বাস্থ্য বিভাগ মানুষের সুরক্ষা এবং তাদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যুক্ত করতে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রামণ পৃথিবী থেকে এখনও চলে যায়নি। করোনা ভাইরাসের ধরন ক্রমশই পরিবর্তিত হচ্ছে এবং বিবর্তনের মাধ্যমে নতুন রূপ নিচ্ছে। সংক্রামণের ঝুকিও থেকে যাচ্ছে দিন দিন। সারা পৃথিবীতে এখন করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে চলছে উদ্বেগ উৎকন্ঠা।
কারোনা ভাইরাসের ধরন বা বিবর্তন যেমনই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। সঠিক নিয়মে মাস্ক পরা জনসমাগম এড়িয়ে চলা, নাক মুখ ঢেকে হাঁচি কাশি দেয়ার মতো স্বাস্থ্য বিধি মেনে চলে নিজেকে ও পরিবার এর সকলকে করোনা ভাইরাসের বিপদ থেকে দূরে রাখা যায়, মহামারির এই সময়ে নিজেকে, নিজের পরিবারকে এবং প্রতিবেশীর জীবন নিরাপদ রাখা আমাদের সামাজিক দায়িত্ব।
এই ভাইরাস বয়স, লিঙ্গ, পেশা, ধর্মীয় বিশ্বাস বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে যে কাউকে সংক্রমিত করতে পারে। সংক্রমন থেকে নিজেকে, নিজের পরিবারকে এবং প্রতিবেশীর জীবন নিরাপদ রাখতে নিয়মমত স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানানো হয়। টিকা প্রদানে তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) সম্পন্ন হওয়ার পর ৪ (চার) মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের ৪র্থ ডোজ (বুস্টার ডোজ) দেয়ার জন্য টিকাকেন্দ্রগুলো থেকে বার্তা পাঠানো হচ্ছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করা হয়।
পরামর্শ সভায় কোভিড পরবর্তী স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে সরকারের পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের সহযোগিতা কামনা করা হয়। মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এ বিষয়ে স্বাস্থ্যবিভাগসহ কাউন্সিলর বৃন্দের আরো ভূমিকা রাখার পরামর্শ প্রদান করা হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ হবিবুর রহমান, রাজশাহী শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, কবিকুঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাসিকের সচিব মোঃ মশিউর রহমান।
রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু। পরামর্শ সভায় রাসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর, প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.