রাজশাহীতে কর্ণহার থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আরএমপি প্রতিবেদক: অদ্য ইং-১৬/০৯/২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় কর্ণহার থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার।

আরো উপস্থিত ছিলেন জনাব ডি এম হাসিবুল বেনজীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, জনাব উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার, কাশিয়াডাঙ্গা বিভাগ, আরএমপি, রাজশাহীগণ উপস্থিত ছিলেন। জনাব মোঃ আনোয়ার আলী তুহীন, অফিসার ইনচার্জ, কর্ণহার থানা, আরএমপি, রাজশাহীর উপস্থাপনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে কর্ণহার থানার বিটের অফিসারগণ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। মাননীয় পুলিশ কমিশনার উক্ত সভার মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার সহযোগীতা কামনা করেন। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বপরি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে মাদক মুক্ত, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত গড়ে তোলার লক্ষে স্থানীয় জনসাধারণের সহযোগীতা কামনা করেন।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.