রাজশাহীর মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় শিশু বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার সকাল ১০টায় মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসিডি’র আয়োজনে ও ইউনিসেফ এর অর্থায়নে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।

এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম (পায়েল) এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহাবুবা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুত্তাদির আহমেদ ও মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, শিশু বিবাহ প্রতিরোধে এসিডি’র কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের আয়োজন উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। আর উপজেলায় শিশু বিবাহ ও নারী নির্যাতন বন্ধে আমার সব ধরনের প্রচেষ্টা রয়েছে। আশা করছি এ ধরনের কোনো ঘটনা আমার উপজেলায় ঘটবে না।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন বলেন, শিশু বিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এজন্য শুধু উপজেলা প্রশাসনই নয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা সম্মিলিতভাবে শিশু বিবাহ বন্ধে সফল হতে পারবো।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এসিডির প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ুন কবির, জোলেখা খাতুন, স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, উপজেলার বিভিন্ন এলাকার কিশোর কিশোরী ফোরামের সদস্যগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। সভায় শিশু বিবাহ প্রতিরোধে করণীয়, শিশু বিবাহের কারণ ও কুফল, শিশু সুরক্ষা নীতিমালা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.