আদমদীঘিতে কৃষক স্কুলের মাঠ দিবস অনুষ্টিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি কৃষি অফিসের উদ্যোগে মৌসুমে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ি গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কৃসিবিদ মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ শাহাদুজ্জামান।

আরও বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছার রহমান প্রমূখ। উল্লেখ্য : চলতি মৌসুমে প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলের ২৫টি পরিবারের ২৫ জন কৃষক-কৃষাণীর মধ্যে সম্মানী ভাতাবাবদ নগদ অর্থ ও তিনজন কৃষক-কৃষাণীকে পুরস্কার প্রদান করা হয়। মাঠ দিবসে ১৫২ জন কৃষক-কৃষাণীর উপস্থিতিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.