রাজশাহীতে আসা সবার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গত এক সপ্তাহে যারা রাজশাহীতে ফিরেছেন তাদের খুঁজে বের কওে নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। এক সপ্তাহে ট্রাক, কাভার্ড ভ্যান ও মাছবাহী যানবাহনে কয়েকশো মানুষ রাজশাহীতে প্রবেশ করেছেন।

ইতোমধ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ শনাক্ত হয়েছে। যাদের দুইজন নারায়নগঞ্জ ও একজন ঢাকা থেকে এসেছেন।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, জেলার পুঠিয়া ও বাগমারা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাজশাহীকে লকডাউন করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেনা।

তিনি বলেন, যে তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে তাদের কোনো উপসর্গ দেখা যায়নি।

পরীক্ষা করার পরে জানা যায়, তারা করোনায় আক্রান্ত। এ কারণে গত এক সপ্তাহে যারা রাজশাহীতে ফিরেছেন তাদেরও নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, রাজশাহী শহরেই শতাধিক লোক এসেছে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে। গত সোমবার বিকালে গোয়েন্দা শাখার সদস্যরা ২৪ জনকে আটক করেন। তারা বিভিন্ন জায়গা থেকে রাজশাহী শহরে প্রবেশ করছিলেন। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই-সালাম বাবুল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.