রাজশাহীতে অশুভ শক্তি রুখে দেয়ার প্রত্যয়


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে এসব অপশক্তিকে রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে ইফতার পূর্ব এক মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনটির সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
এ সময় আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম খান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মো. শরিফ উদ্দীন, জিটিভির স্টাফ রিপোর্টার রাশেদ রিপন।
মতবিনিময় সভায় সংগঠনের নেতারা বলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সর্বদা জনগণের পাশে রয়েছে। করোনাকালেও অসহায় পরিবারের মাঝে প্রদান করা হচ্ছে খাদ্য সামগ্রী।
এছাড়া প্রয়াত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা সহায়তা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। যা খুবই ইতবাচক। জনগণের জন্যই এ সংগঠনের সকল কর্মসূচি। জনগণের শতভাগ অধিকার প্রতিষ্ঠায় উন্নয়নের আড়ালে লুটপাটকারীদের বিরুদ্ধেও লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া হবে। এ সময় নেতৃবৃন্দ সকল অশুভ শক্তি রুখে দিতে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন সংগঠনের ২৫ নম্বর ওয়ার্ডের আহবায়ক মো. ইউসুফ আলী, ২২ নম্বর ওয়ার্ড আহবায়ক রায়হানুল ফেরদৌস রাসেল, সদস্য রাকিবুল হাসান শুভ, আরিফুল ইসলাম, হানিফ চৌধুরী উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে শহীদ পরিবারের সদস্য ও সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপনের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারকে সামনে রেখে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় বিশ^বাসীর করোনামুক্তির জন্য।
বার্তা প্রেরক: আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, সদস্য, রাজশাহী প্রেসক্লাব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.