রাজশাহীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও রাষ্ট্রীয় সম্পদলোপাটের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকরাজশাহীতে পদ্মা বাঁচাতে মধ্যশহর তালাইমারীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, পাঁচানী মাঠে বাড়িঘর ধ্বসের তদন্ত রিপোর্ট প্রকাশ এবং নামমাত্র মূল্যে বালুমহল ইজারা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লোপাটের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় নগরীর সাহেববজার জিরোপয়েন্ট এলাকায় প্রেসক্লাব চত্বরে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এবং স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের শুরুতে শ্রীলংকায় আত্মঘাতি বোমা হামলায় নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন- বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য ডা. রোকনুজ্জামান রিপন।

আলোচনা রাখেন:  রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর শাখা সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নদী ও পরিবশে বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব উপাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আবু ইউসুফ সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, বঙ্গবন্ধু বাংলাদেশ চাই’র সদস্য বিশিষ্ট সাংবাদিক ও সমাজ উন্নয়ন কর্মী কাজী রকিবউদ্দিন, বঙ্গবন্ধু বাংলাদেশ চাই’র সদস্য মহানগর রিক্সাভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, রাজশাহী আকুপ্রেসার সোসাইটির পরিচালক আকুপ্রেসার বিশেষজ্ঞ রওশন আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সোহেল জুবেরী সুমন।

আরও উপস্থিত ছিলেন:  উদীচি কেন্দ্রীয় সংসদের সদস্য শাহিনুর রহমান সোনা, আওয়ামী লীগ নেতা পঙ্কজ দে, সৈনিক লীগ নেতা আইয়ুব আলী, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সদস্য কুব্বাস আলী, তাতীঁলীগ জেলা আহ্বায়ক আসাদুল হক দুখু, সাংবাদিক রুহুল আমিন, মাসুদ রানা রাব্বানী, রুবেল সরকার, নূরে আসলাম লিটন, শামসুল ইসলাম, আব্দুল রাজ্জাক রাজু, আল-আমিন, হাফিজুর রহমান প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.