রাজধানীর মোহাম্মদপুরে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, পিকআপচাপায় নিহত ২

 

ঢাকা প্রতিনিধিআজ শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপ থেকে নামতে গিয়ে চাপা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার রুহুল আমীনের ছেলে সুজন (১৮্)। অপরজনের নাম আরিফ (১৫)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিটিসি নিউজকে জানান, সকালে মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওইখান থেকে একটি পিকআপ পালিয়ে যাওয়ার সময় সুজন ও আরিফকে চাপা দেয়। পরে সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকি‍ৎসক মৃত ঘোষণা করেন। আরিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.