রমজান উপলক্ষে চর এলাহীতে শুরু হয়েছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে শুরু হয়েছে ন্যায্য মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য বিক্রির কার্যক্রম।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে চর এলাহী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ কামাল উদ্দিন, ইউপি সদস্য মোঃ বাহার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কালে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, পবিত্র রমজান মাসে মানুষ যাতে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারে সেজন্য সরকার পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে সারাদেশের এক কোটি মানুষকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করার সুবিধা করে দিয়েছেন। যার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
ইউপি সচিব মোঃ কামাল উদ্দিন বলেন, চর এলাহী ইউনিয়নে মোট ১ হাজার ১শত ১১টি পরিবার এই পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। এতে করে তাদের সাংসারিক খরচ কিছুটা হলেও কমে আসবে।
পরিবার পরিচিতি কার্ডের উপকার ভোগীরা বলেন, আমরা এখানে ৪৭০ টাকা দিয়ে ৭ শত টাকা বাজার মূল্যের পণ্য ক্রয় করতে পারছি, অবশ্যই এতে আমাদের উপকার হচ্ছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে পবিত্র রমজান মাসে এ ব্যবস্থা করে দেওয়ার জন্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি মোঃ মাসুদ রানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.