রক্তের সঙ্কুলান মেটাতে ব্যারাকপুরে “TMC”র রক্তদান কর্মসূচি (ভিডিও)

কলকাতা প্রতিনিধি: দেশে ক্রমশঃ করোনার আক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯,৮৮৭ জন ৷ এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। এমতাবস্থায় দেশের সমগ্র চিকিৎসা পরিষেবা করোনা মোকাবিলায় নিয়োজিত রয়েছে ৷

ফলতঃ থ্যালাসেমিয়া, রক্তাল্পতার মত রোগের জন্য যে অধিক পরিমান রক্তের ব্যাবস্হা থাকা উচিত তার সঙ্কুলান ৷ এই কারণে আমরা আগেও দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ প্রশাসন বেশ কিছু রক্তদান শিবিরের মাধ্যমে রক্তের এই প্রয়োজনীয়তা পূরণ করতে চেষ্টা করেছেন ৷
এই সেই পথেই হাঁটলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের জন প্রতিনিধি এবং প্রাক্তন কাউন্সিলর শ্রী সন্ঞ্জীব সিং ৷ তার নেতৃত্বে সমস্ত বিধিনিষেধ মেনে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে এবং স্যানেটাজিং যানবাহনের ভেতর এই রক্তদান প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.