রক্তাক্ত জেএনইউ , মুখোশধারী আততায়ীর হামলা 

কলকাতা প্রতিনিধি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) বর্ধিত ফি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা।
কিন্তু তাদের অভিযোগ আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্যরাও জেএনইউের কতৃপক্ষর পাশাপাশি তাঁদের উপরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের।
যে কোনও মূল্যে প্রতিবাদ থামাতেই এভিবিপি এবং বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ মরিয়া হয়ে এ কাজ করছে বলে তাঁদের অভিযোগ ৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি সতীশ কুমারের অভিযোগ, তারা আন্দোলনে শান্তি বজায় রেখেছে । কিন্তু প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে এবিভিপি-র জনা কয়েক সদস্য চড়াও হয়েছে তাদের উপরে। মার খেয়েছেন বেশ কয়েক জন পড়ুয়া। জানা গেছে , লাঠি-লোহার রড-পাথর নিয়ে ছাত্রীদের হস্টেলে ঢুকে ভাঙচুর, মারধর করেন তাঁরা ৷
ফি কমে আগের জায়গায় না-ফেরা পর্যন্ত আন্দোলন থেকে সরে আসা কিংবা পরীক্ষার জন্য নাম নথিভুক্তির কোনও প্রশ্ন নেই বলে তাঁদের দাবি।
ছাত্রনেতা এন সাঁই বালাজির বলেছেন পড়ুয়াদের উপরে হামলা করা হচ্ছে, কখনও ভোর-রাতে আলো বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ ছাত্র সংসদের প্রেসিডেন্টের  ঐশী ঘোষে গায়ে হাত তুলছেন  কিছু দুষ্কৃতকারী, বলেও তিনি অভিযোগ জানান ৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আচমকাই বিশ্ববিদ্যালয় চত্বরে মুখোশ পরা জনা পঞ্চাশেক দুষ্কৃতী  ঢুকে পড়ে। আক্রান্তদের অভিযোগ, এবিভিপি-র সদস্যরাই এই হামলা চালিয়েছেন। যদিও যথারীতি সে অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি ৷ গত সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসের ভিতর ঢুকে রীতিমত তাণ্ডব চালান মুখোশধারী ঐ গুন্ডারা।
অভিযোগ, লাঠি-লোহার রড-পাথর নিয়ে ছাত্রীদের হস্টেলে ঢুকে ভাঙচুর, মারধর করেন তাঁরা। গুন্ডাদের হামলা থেকে রেহাই পাননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও ৷
ওই ঘটনার পর বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি নিয়েও চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে জানান জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷
তিনি বলেন ” জার্মানি যখন নাৎসি জমানায় রূপান্তরিত হচ্ছিল, সেই সব বছরগুলির ছায়াই যেন দেখা যাচ্ছে।’’ অভিজিৎ বলেন,  আশা করি, সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন ,যাঁরা জখম হয়েছেন, তাঁদের নিয়ে আমি সত্যিই চিন্তিত।’’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.