রকবল ও ৪র্থ জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতায় রাজশাহীর ৩য় স্থান অর্জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় ৮-১০ নভেম্বর অনুষ্টিত রকবল ও ৪র্থ জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতায় রাজশাহী জেলা নারী দল অংশ গ্রহন করে তৃতীয় স্থান অর্জন করে।
আজ রোববার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার দপ্তরে জেলা প্রশাসক পত্নি ও রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা রহমান শিশির এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভাশেষে দলীয় কর্মকর্তা ও খেলোয়াড়গন জেলা প্রশাসক পত্নি ও মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর হাতে ট্রফি তুলে দেন।
এর আগে তিনি দলীয় খেলোয়াড় ও কর্মকর্তাগনকে আন্তরিক অভিনন্দন জানান এবং আরো ভালো খেলা উপহার দিয়ে রাজশাহীর সম্মান বয়ে আনাতে হবে এবং নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে। কারন প্রশিক্ষনের বিকল্প নাই ।
এর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এ সময় পুলিশ সুপার পত্নি জেনিফার রেবেকা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পতিœ মাহবুবা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও উন্নয়ন) পত্নি জাহিদা হাসান, সাধারন সম্পাদিকা রাফিখা খানম ছবি, শমীমা আলম. মমতাজ মহল, মাকসুদা আলম রোজীসহ অন্য সদস্যগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.