রংপুরে শীর্ষ সন্ত্রাসী ডন গ্রেফতার : অস্ত্র ও মাদক উদ্ধার

রংপুর ব্যুরো: আইনশৃঙখলাবাহিনীর তালিকাভূক্ত রংপুরের শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম ডনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোতাহার হোসেন বিটিসি নিউজকে জানান, র‌্যাবের একটি দল সোমবার দিবাগত মধ্যরাতে রংপুর মহানগরীর তাজহাটের ঘাঘটপাড়া শুটকির মোড়ের আলিফ ছাত্রাবাসের সামনে থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ আমিনুল ইসলাম  ডন(৩৫) কে গ্রেফতার করে। ডন নগরীর আশরতপুর এলাকার মৃত মঈন উদ্দিনের পুত্র।

এসময় তার কাছ থেকে ১টি পাইপ গান,  ১টি মোটর সাইকেল, ৫০ বোতল ফেন্সিডিল, ১০০ পিস ইয়াবা ট্যাবলেটস উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান,  ডন অত্যন্ত সুকৌশলে বাজার করা ব্যাগে কাঁচা শাক-সবজি বোঝাই করে তার নিচে অস্ত্র-গুলি বহন করা অবস্থায় মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেফতার হয়।

সে  রংপুর অঞ্চলের একজন তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রংপুরের বিভিন্ন থানায় খুন,সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগে মামলা ৬ টিরও বেশি মামলা আছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.