রংপুরে বৃদ্ধাশ্রম নয়, আনন্দাশ্রম কার্যক্রমের উদ্বোধন

রংপুর প্রতিনিধি: রংপুর “পাড়ায় পাড়ায় আর কোন বৃদ্ধাশ্রম নয়;ঘরে ঘরে যেনো আনন্দাশ্রম হয়” শ্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জে “সউ” আনন্দাশ্রম কার্যক্রমের উদ্বোধন হয়।

আজ পহেলা জুন সকাল ১১ টায় পীরগঞ্জ হেল্থ এ্যাণ্ড এডুকেশন ইমপ্রুভমেন্ট সোসাইটি(ফেইজ) কার্যলায়ে ফেইজের নির্বাহী পরিচালক সেবু মোস্তাফিজের সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবক টুকরিয়া ইউনিয়নের সাবেক চেযারম্যান মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি লাল ফিতা কেটে উদ্বোধন করে শিশু শিক্ষার্থী থৈথৈ মোস্তাফিজ।

সূত্রে জানা যায়, বৃদ্ধ পিতা-মাতা কে যাতে অসচ্ছলতা বা নানা অজুহাতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিঃসঙ্গ জীবন যাপনে বাধ্য না করে ঘরে রেখেই সেবা-যত্নসহ সকল দায়িত্ব পালন করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টিতেই পীরগঞ্জ হেল্থ এ্যাণ্ড এডুকেশন ইমপ্রুভমেন্ট সোসাইটি(ফেইজ)এর একটি উদ্যোগ সামাজিক উদ্যোগ(সউ) পীরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের ১০টি পরিবারে “সউ”আনন্দাশ্রম কার্যক্রম গ্রহণ করে।

এতে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি ও তরুণ উদ্যোক্তা সিরাজুল ইসলাম সিরাজ,বিশিষ্ট ঠিকাদার জাহিদুল ইসলাম রুবেল,জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাদিদ জাহান সৈকত,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, সেক্রেটারি মাজহারুল ইসলাম মিলন,কৃষকলীগ নেতা মামুনুর রশীদ মেরাজুল,আজিজ সরকার, জুয়েল, শিমুল, পাপ্পু, জাহিদ, মোস্তা, রহমত, লিমা, তানজিনা, শাহনাজ প্রাপ্তি প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে পীরগঞ্জে করোনায় উদ্ভুত পরিস্থিতিতে যারা নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে “সউ” এর পক্ষ থেকে তাদের সম্বর্ধিত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.