রংপুরে প্রথম ধাপে পৌঁছালো ২ লক্ষ ৪০ হাজার করোনার ভ্যাকসিন (ভিডিও)

রংপুর প্রতিনিধি: আজ রবিবার (৩১ জানুয়ারী) সকালে বেক্সিমকো ফার্মার একটি রেফ্রিজার ভ্যানে করে এসব ভ্যাকসিন পৌঁছায় রংপুরে।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায়সহ ভ্যাকসিন গ্রহণ কমিটির সদস্যরা তা গ্রহণ করেন।
তাপমাত্রা পরীক্ষার পর এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। মোট সতেরোটি কার্টুনে আসে এসব ভ্যাকসিন। প্রতিটি কার্টুনে আছে বারোশো করে ভায়াল। প্রতিটি ভায়ালে ১০ টি করে ভ্যাক্সিন আছে। সেই হিসেবে ২ লক্ষ ৪০ হাজার মানুষকে প্রথম পর্যায়ে ভ্যাক্সিনেশন করা হবে।
এর মধ্যে প্রথমে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই ভ্যাক্সিনেশন করা হবে। সিটি কর্পোরেশন এলাকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ টি বুথ এবং ৭ উপজেলায় সাতটি বুথ তৈরী করা হয়েছে এ জন্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.