রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

 

রংপুর ব্যুরো:  রংপুর মহানগরী এবং পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভিক্ষুকসহ ২ জন মারা গেছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন।

রংপুর পুলিশ কন্ট্রোল ইনচার্জ জানান, শনিবার সকালে রংপুরের পীরগঞ্জের আংড়ার ব্রীজের পাশে রংপুর-ঢাকা মহাসড়কের ওপর ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হারুন অর রশিদ(৪০) নামের যাত্রী মারা যায়। এতে ২ জন আহত হয়। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি ফরিদপুর জেলায়।

অন্যদিকে সকাল ১০ টার দিকে রংপুর মহানগরীর হাজিরহাটে রংপুর-দিনাজপুর মহাসড়কে ঢাকা কোচ আবু হেনা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-গ-১১-৭২৩৪)রাস্তায় দাড়িয়ে থাকা এক ভিক্ষুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশে দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় দুই মোটরসাইকেল আরোহী গুরতর আহত হন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.