রংপুরে একটি পূজামণ্ডপ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে সাজানো হয়েছে

 

রংপুর ব্যুরোরংপুরে একটি পূজামণ্ডপ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে সাজানো হয়েছে। পুরো রংপুর জুড়ে এ মণ্ডপটি সাড়া ফেলেছে। নগরীর কামাল কাছনা দাসপাড়া কালীমন্দিরের এ পূজামণ্ডপে লোকজনের ভিড় চোখে পড়ার মতো।

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবী দুর্গা দর্শনে এসে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি অনেকেই। দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের আদলে তৈরি এ মণ্ডপটি দেশপ্রেমের সঙ্গে ধর্মের প্রতীকী সম্মিলন করেছে।

 এসময় কথা হয় শ্রীমতি কল্পনা রানী দাস, রিনা রানী দাস, রণজিৎ দাসসহ বেশ কয়েকজনের সঙ্গে। তারা উচ্ছ্বসিত কণ্ঠে জানান, বেশ ভালো লাগছে। উপভোগ করার মতো।

এমন ভিন্ন আঙ্গিকে পূজামণ্ডপটি সাজানোয় পূজা উদযাপন কমিটিকে স্বাগত জানান তারা। অশুভ শক্তিকে বিনাশের মধ্য দিয়ে ও শুভশক্তির আগমনে শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হবে সারাদেশে এমন প্রত্যাশা ভক্তদের।

এদিকে সকাল থেকেই নগরীর পূজা মণ্ডপগুলোতে মহা সপ্তমী অঞ্জলির মধ্য দিয়ে পুরোহিতরা শুরু করেন দুর্গোৎসবের অনুষ্ঠানিকতা। ছোট-বড় সব বয়সী মানুষের নজর কাড়তে পূজা মণ্ডগুলোর আশপাশে বসেছে বিভিন্ন স্টল। সেখানে দেশীয় হস্ত ও মৃৎশিল্পের পণ্য ছাড়াও মুখরোচক খাবারের পসরা সাজিয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা।

শ্রী ধীমান ভট্টাচার্য রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিটিসি নিউজ প্রতিনিধিকে জানান, রংপুর জেলায় ৯৪১টি পূজামণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সবাই উৎসবের আমেজেই বৃহৎ এ দুর্গোৎসব উপদযাপন করছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.