যৌবন ফিরে পাচ্ছে রাজশাহীর প্রমত্তা পদ্মা

নিজস্ব প্রতিবেদক: ষড়ঋতুর বৈচিত্রময় দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুতেই দেশের প্রকৃতি ও পরিবেশ নানা রূপ ও বর্ণ নিয়ে হাজির হয় আমাদের সামনে। এমন অবস্থায় দেশে এখন বর্ষার প্রথম প্রহর (সপ্তাহ)। তাতেই পদ্মা নদী ফিরে পেতে শুরু করেছে তার যৌবন। বাড়তে শুরু করেছে পানি। এরই মধ্যে পদ্মার বুকে জেগে ওঠা ছোট ছোট বালু চরগুলো ডুবে গেছে, বইছে স্রোত। নদী তীরে গিয়ে কান পাতলেই শোনা যাচ্ছে স্রোতের কল কল মধুর ধ্বনি।
রাজশাহীবাসীর কাছে এই সময়টা একদিকে যেমন ভয়ের তেমনি বিনোদনের। যৌবন ফিরে পাওয়া উত্তাল নদী দেখতে এসময় নদী তীরে স্বপরিবারে বা বন্ধুবান্ধব নিয়ে ভিড় জমাচ্ছে মানুষ।
একসময়ের প্রমত্তা পদ্মা এখন বছরের একটা বড় সময় জুড়ে থাকে ধুধু মরুময় অঞ্চল। তখন পদ্মা শীতলতা ছড়ানো ভুলে এর নদীর তীরবর্তী এলাকার মানুষকে তপ্ত করে তোলে। পদ্মার বুকে বালুময় ছোট-বড় চরগুলো তখন মরিচিকা, আর আমাদের সবার দুশ্চিন্তার কারণ। এসময় রোদ্রের তাপে বালুর লেলিহান শিখা সবাইকে ভাবিয়ে তোলে। তবে বর্ষা আসতেই সেই নদীতেই যেনো বিপরীত রূপ।
আজ বুধবার রাজশাহী মহানগরীর কাজলা ফুলতলা এলাকায় গিয়ে দেখা যায় পদ্মা তীরবর্তী এলাকায় প্রচুর বাতাস বইছে, নদীর পানি কলকল ধনিতে বয়ে চলেছে। নদীর স্রোতের অনুকূলে, আবার কখনো প্রতিক‚লে মাঝিরাও নৌকা নিয়ে বয়ে চলেছে। প্রায় প্রতিদিনই পানিও বৃদ্ধি পাচ্ছে। উৎসুক মানুষের ভিড় বাড়ছে নদীর পাড়ে। তবে করোনা মহামারীর কারনে রাজশাহী নগরীজুড়ে চলছে কঠোর লকডাউন। এছাড়াও রাবি, রুয়েটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দর্শনার্থীদের ভিড় তেমন একটা নেই বললেই চলে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বিটিসি নিউজকে জানান, আজ বুধবার বেলা পদ্মায় পানি প্রবাহের উচ্চতা ছিলো ১১ দশমিক ৪০ মিটার। যা গত সপ্তাহের চাইতে সামান্য বেশি ও অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিক। এনামুল হক আরো জানান প্রতি বছর মে মাসের ২০ তারিখের পর পদ্মার পানি বাড়তে থাকে। ভারতের ফারাক্কা অংশ এখন পর্যন্ত তাদের পানি ছাড়তে শুরু করেনি। এখন বৃষ্টির কারণেই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা স্বাভাবিক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.