যে সমাজ গড়ে উঠেছে সেখানে শিশুদের নিরাপদে থাকার কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: ক্ষমতালোভীদের হাত ধরে যে সমাজ গড়ে উঠেছে সেখানে শিশুদের নিরাপদে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিশু-কিশোরদের সংগঠন ‌‘শাপলা কুঁড়ি’র অনুষ্ঠানে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন,  এই সরকারের আমলে নির্যাতনের হাত থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। সরকারের স্বেচ্ছাচারিতায় সামাজিক অবক্ষয়ের কারণে কোথাও নিরাপদ নয় শিশুরা।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আমরা কাজ করি যাতে শিশুদের জন্য একটা শান্তির পৃথিবী তৈরি করতে পারি। আনন্দের পৃথিবীর তৈরি করতে পারি। হিংসা-বিদ্বেষ বাদ দিয়ে যেন ভালোবাসার পৃথিবী তৈরি করতে পারি, প্রেমের পৃথিবী তৈরি করতে পারি। সেজন্যই আমাদের কাজ।’

চারদিকে অনিশ্চয়তা ও ভয় বিরাজ করছে। এখনো শিশুদের জন্য নিরাপদ বাসভূমি তৈরি না করা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য বরেন বিএনপি’র মহাসচিব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.