যে কোনো শত্রুকে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী : পুতিন

(যে কোনো শত্রুকে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী : পুতিন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নৌবাহিনী যেকোনো শত্রুকে শনাক্ত এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে ‌‘অপ্রতিরোধযোগ্য হামলা’ চালাতে পারে। আজ রবিবার (২৫ জুলাই) সেন্ট পিটার্সবার্গে নৌ মহড়ায় বক্তৃতা দেওয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ আগে ক্রিমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার জলসীমায় ব্রিটেনের একটি যুদ্ধজাহাজের অনুপ্রবেশ করেছিল। সেই ঘটনায় ক্ষুব্ধ পুতিন রবিবার এই হুঁশিয়ারি দিলেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া পানির নিচে, পানির উপরে ও আকাশে শত্রু শনাক্ত করতে সক্ষম এবং প্রয়োজনে এসবের বিরুদ্ধে অপ্রতিরোধযোগ্য হামলা চালাবো।
এর আগে গত জুনে কৃষ্ণ সাগরে জলসীমায় অনুপ্রবেশ করে ব্রিটিশ যুদ্ধজাহাজ। সে সময় এটিকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়ে সতর্ক করে দেয় রাশিয়া। তখন দুই দেশের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য এসেছিল।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার নিজেদের নিয়ন্ত্রণে নেয় মস্কো। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপকূলকে ইউক্রেনের ভূখণ্ড হিসেবেই স্বীকৃতি দেয়। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.