যে কোনো মূল্যে কিশোর গ্যাং বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: কিশোর গ্যাং যে কোন মূল্যে বন্ধ করতে হবে, সেজন্য অভিভাবক, শিক্ষক ও আইন শৃঙ্খলাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (১৯ মার্চ) সকালে কুর্মিটোলায় র‌্যাব ফোর্সেসের সদর দপ্তরে ১৯ত প্রতিষ্ঠা বার্ষিকীতে এই নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আজ বাংলাদেশ একটি বদলে যাওয়া দেশ। দেশ উন্নয়নে কারো সমালোচনায় কান না দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
রোজার মাসে সবাইকে সংযম করার কথা জানিয়ে অবৈধ মুনাফার লোভে জনভোগান্তি না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানান। 
অনুষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.