যুব অলিম্পিক কোয়ালিফাইং হকির দ্বিতীয় খেলায় বাংলাদেশের গোলের বন্যা

 

বিকেএসপি প্রতিনিধি : থাইল্যান্ডে অনুষ্ঠিত যুব অলিম্পিক কোয়ালিফা্ইং গেমসের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ হকি দল দ্বিতীয় খেলায় কম্বোডিয়াকে ২০-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশের পক্ষে  সুহি ৬টি, রাকিব ৫টি, শোভন ৩টি, আবেদ ও প্রিন্স ২টি, মোহসীন ১টি ও মেহেদী ১টি গোল করেন। বাংলাদেশ আজিই (২৬ এপ্রিল, স্থানীয় সময় বিকাল ৪ঘটিকায়) নিজেদের তৃতীয় খেলায় বাংলাদেশ মালয়শিয়ার বিপক্ষে খেলবে।

প্রথম খেলায় সিঙ্গাপুরকে ১০-৪ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে। কোয়ালিফাইং পর্বে ১১ টি দেশ দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পুল বি তে বাংলাদেশ ছাড়াও রয়েছে মালয়শিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, চাইনিচ তাইপে ও কম্বোডিয়া। পুল এ এর দেশ গুলো হলো ভারত, কোরিয়া, জাপান, হংকং চায়না ও স্বাগতিক থাইল্যান্ড। আগামী ২৯ এপ্রিল প্রতিযোগিতা শেষ হবে। বাংলাদেশ দলটি মূলত বিকেএসপি’র দল।

দলের সকল খেলোয়াড়ই বিকেএসপি’র। তারা বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধীত্ব করছে। দলের হেড কোচের দায়িত্বে আছেন ইসাম গোপীনাথ এবং কোচের দায়িত্বে আছেন বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু। দলের ম্যানেজারের দায়িত্বে আছেন কলেজ শাখার গনিত বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য গত ২০১৪ সালে চীনের নানজিং অলিম্পিকে বাংলাদেশ যুব দল যোগ্যতা অর্জন করেছিল। প্রেস বিজ্ঞপ্তি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.